• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ আ.লীগ নেতাসহ আটক ৭

বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ আ.লীগ নেতাসহ আটক ৭

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭.০৪.২০) সকাল ৯টায় শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় দুটি বাড়িঘর ভাংচুর করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জেলা পরিষদ সদস্য, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক শেখর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ দুই পক্ষের ৭ জনকে আটক করেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে। অপর পক্ষের নেতা শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশকে আটক করতে পুলিশ তার বাসায় অভিযান চালিয়েছে। ঘটনাস্হলে ফরিদপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিচুজ্জামান পরিদর্শন করেছেন।

স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলা আ.লীগের সহ-সভাপতি, জেলা পরিষদ সদস্য মো. আবুল কালামের সমর্থক শাহজাহানসহ কয়েকজন শেখর চরের মাঠে পাটক্ষেতে কাজ করা অবস্হায় পূর্ব শত্রুতার জের ধরে রইসুল ইসলাম পলাশের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্রসস্ত্র সঞ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্হান নেয় এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে পলাশ কাজ করে। এ নিয়ে নির্বাচনের পর থেকে আবুল কালাম ও পলাশ গ্রুপের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সংঘর্ষের ঘটনায় আহত দুর্গাপুর গ্রামের আহমেদ শেখ (৫২), সেলিম শেখ (৪৫) ও শাহজাহান মিয়াকে (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ইলিয়াস শিকদার (৩৮), জামাল শেখ (৩৭), রফিক শেখ (৩৮) ও ফরহাদ শেখকে (৪৮) উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনাস্হল থেকে পুলিশ পলাশ গ্রুপের রব্বানী (৩৩), কামরুল খান (৩৮), মামুন শেখ (৩০), সোহরাব শেখ (৫৫) ও আবুল কালাম গ্রুপের মাহাত্তাব শেখ (২৫), শহিদুল শেখকে (৩০) আটক করে। এবং আবুল কালাম আজাদকে পৌর সদরের বাসা থেকে আটক করা হয়।

থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোন পক্ষই দুপুর পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্হা নেয়া হবে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।