আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে এএলআরডি এর সহযোগিতায় বিএফএফ এর আয়োজনে “কোভিড-১৯ মোকাবেলায় নারীর ভূমি – কৃষি -খাদ্য অধিকার এবং স্বাস্থ্য সেবা” বিষয়ক আলোচনা সভা আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ১১ টায় ফরিদপুর সদর উপজেলার হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মাসুম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা, ফরিদপুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাশউদা হোসেন, উপ- পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুর, ডাঃ মোঃ মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, সদর, ফরিদপুর, মোঃ আনোয়ার হোসেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সদর, ফরিদপুর, মোঃ আজহারুল ইসলাম, পরিচালক, এফডিএ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজ- ই কবির খোকন, সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুর, আসমা আক্তার মুক্তা, নির্বাহী পরিচালক, রাসিন, শিপ্রা গোস্বামী সমন্বয়কারি, ব্লাস্ট,ফরিদপুর, মির্জা সাইফুল ইসলাম, চেয়ারম্যান, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ হাফিজুর রহমান, নির্বাহী পরিচালক, পিডাব্লিউও, মোঃ মোশাররফ হোসেন, সদস্য, জেলা পরিষদ, ফরিদপুর, খন্দকার নজরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, চরমাধবদিয়া ইউনিয়ন, এ্যাডভোকেট আব্দুল আউয়াল সরদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, চরমাধবদিয়া ইউনিয়ন, মোঃ আসাদুল্লাহ আসাদ জেলা সমন্বয়কারি, ব্র্যাক, মোঃ ইব্রাহিম শেখ, নির্বাহী পরিচালক ডিএমবি, গ্রামীণ নারী কৃষক সদস্য শাহানাজ বেগম ও দুলালি বেগম।
সভায় সভাপতিত্ব করেন মোঃ সহিদুল্লা, চেয়ারম্যান, বিএফএফ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিএফএফ এর প্রকল্প সমন্বয়কারি রায়হানা রহমান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গ্রামীণ নারী কৃষকদের উৎপাদিত নিরাপদ কৃষি পণ্য পরিদর্শন করেন।