পবিত্র ঈদ-আযহা উপলক্ষে বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুরের উত্তসুরী জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশে ফরিদপুরের সালথায় জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার বিকাল ৫ টায় সালথা জাকের পার্টি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, কোষাদক্ষ্য আইয়ুব আলী মোল্যা, উপজেলা ওলামাফ্রন্টের সভাপতি নুরুদ্দিন মোল্যা, গট্টি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ সিকদার, সোনাপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মুরাদ হোসেন, আটঘর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি হাজ্বী ইনছুর মাতুব্বার, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহারিয়ার জুয়েল, সাংগঠণিক সম্পাদক আবুল বাসার মল্লিক প্রমূখ।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টি একমাত্র শান্তির পার্টি। জাকের পার্টি সব সময় মানব কল্যাণে কাজ করে। জাকের পার্টির পতাকাতলে থাকলে আল্লাহু তাকে হেফাজত করেন। তাই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে জাকের পার্টির চেয়ারম্যান স্যারের হুকুম মাথায় নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ।