শহরে পথচারীদের ইফতার বিতরণ করলেন ফরিদপুর জেলা প্রশাসন
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় শহরের বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছে জেলা প্রশাসন।
আজ রবিবার বিকেল ৫ টা থেকে ইফতারের পুর্ব পর্যন্ত শহরের থানার মোড়, আলীপুর মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড সহ বেশ কয়েকটি জনবহুল এলাকায় রিক্সা চালক, অটোচালক, ভিক্ষুকসহ রোজাদার অসহায় পথচারীদের মাঝে ইফতারের একেকটি প্যাকেট জেলা প্রশাসনের পক্ষে তুলে দেন জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কয়েকজন কর্মচারী।
এক দরিদ্র দম্পতি ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে এই ইফতারের প্যাকেট নিতে আসেন, তিনি বলেন, আমার স্বামী অসুস্থ, ডাক্তার দেখায় বাড়ি যাইতেছি, বাড়ি পৌছাইতে ইফতারের সময় পাড় হয়ে যাবে, এই ইফতারের প্যাকেট পেয়ে অনেক উপকার হলো।