সদরপুর থেকে নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি ফরিদপুর জেলা সভাপতি মুফতী মোস্তফা কামাল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সেক্রেটারী হাফেজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জাহিদ হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আয়িম্মা পরিষদ সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আফতাব উদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন সদরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলন সদরপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ কামাল হোসেন বেপারী, সেক্রেটারী ডা: মো: তরিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রইসুল ইসলাম প্রমুখ।
গণ-সমাবেশে ইসলামী আন্দোলনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, পীর সাহেব চরমোনাই এর মুরিদান ও ভক্তবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ও সাধারণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ নুরুল ইসলাম
সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৩১৬১৭৫৯৫
তারিখঃ ১৭/০৯/২০২৪ইং