• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈলে ২জন করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈলে ২জন করোনায় আক্রান্ত

মোঃআসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। আজ শুক্রবার নতুন করে যে দুজন আক্রান্ত হয়েছে তারা হলেন রানীশংকৈল ও হরিপুর উপজেলার। জেলার হরিপুর উপজেলায় আগের দুইজন ও নতুন একজন মোট তিনজন। পীরগঞ্জে আগের আক্রান্ত একজন ও নতুন করে রাণীশংকৈল উপজেলায় আরেকজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো । শুক্রবার বিকেল পর্যন্ত জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করতে না পারলেও পরে সন্ধ্যায় দুজন আক্রান্তের কথা নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গেল ২৪ ঘন্টায় আরো এ জেলা থেকে আরো ৬৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ২৪৬ জনের নমুনা পাঠানো হয়েছে । আর ৬৯ জনের নমুনার ফলাফল আগামীকাল পাওয়া যাবে যা আগের নমুনার বাইরে।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ নতুন করে জেলার রানীশংকৈল ও হরিপুর উপজেলার আরো দুজন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া নতুন করে আরো ৬৯ জনের নমুনা পাঠানো হয়েছে। নমুনা পরিক্ষার পর বলা যাবে ফলাফল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।