দেশে বিদ্যমান কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় ফরিদপুরের আলফাডাঙ্গায় অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শেখ তাহিদুর রহমান মুক্ত। তিনি ব্যক্তি উদ্যোগে প্রায় ৩ শত মানুষের মাঝে ঈদ উপহার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
গত শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে তার একটি প্রতিনিধি দল এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ তাহিদুর রহমান (মুক্ত) জানান, ‘বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কথা ভাবেন। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা আমাদের মত কর্মীদের আগামী দিনের কর্মপন্থা। তাই বিবেকের তাড়নায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য আমার ব্যক্তিগত অর্থায়নে আলফাডাঙ্গা উপজেলার প্রায় ৩ শত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে প্রায় ৩ শত পরিবারর মাঝে খাদ্যসামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছি। আগামীতেও অসহায় কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।