১৭ নভেম্বর ২০২১ইং
মানিক কুমার দাস,ফরিদপুর প্রতিনিধি
মুজিব বর্ষের অঙ্গীকার মাদক করবো পরিহার স্লোগান কে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা।
বুধবার ১৭ নভেম্বর বিকালে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিৎ স্পোর্টিং ক্লাব বনাম নাজীব স্পোর্টিং ক্লাব।
বিজয়ী হয় নাজীব স্পোর্টিং ক্লাব।
এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নির্বাহি অফিসার মাসুদুল আলম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, খেলাধুলায় আরো বেশি আগ্রহী করে তুলতে হবে যুবসমাজকে। এজন্য প্রতিটি গ্রামে গ্রামে খেলাধুলার উপযোগি পরিবেশ গড়ে তুলতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ব্যবস্থা রাখতে হবে।