মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার রাতে মুজিব বর্ষ মঞ্চে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী।
এছাড়াও আরও বক্তব্য রাখেন অধ্যাপক রিজভী জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত ও দোলা সাহা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এবং শেষ পর্বে বর্ণিল আলোক উৎসব অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এ অনুষ্ঠান উপভোগ করেন।