জেলা পুলিশ বিজয় দিবস উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় পুলিশ লাইন্সের ড্রিল হাউজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সংবর্ধনায় পুলিশ সুপার বলেন, দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রাখা কৃতিত্বপূর্ণ অবদানের কারনে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। দেশের সেবায় মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে সতত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত থাকা প্রয়োজন আমাদের।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান বীরপ্রতীকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ৭১’র রণাঙ্গণের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
নাটোর সার্কেলের অীতরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং তাদেরকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।