বাগমারায় করোনা ভাইরাসে আক্রান্ত আক্কাস-সাবিনা দম্পতিকে আর্থিক সহযোগিতা প্রদান করলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এর আগে জাহাঙ্গীর আলম নামের এক করোনা রোগীকেও আর্থিক সহায়তা প্রদান করেছিলেন তিনি। বর্তমানে জাহাঙ্গীর আলম করোনা ভাইরাস মুক্ত রয়েছেন।
এদিকে উপজেলার বাগমারা গ্রামে গাজিপুর ফেরত আক্কাস আলী এবং তার স্ত্রী সাবিনা বেগমের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে। তারা গত ১২ মে গাজিপুর থেকে গ্রামের বাড়ি বাগমারায় আসেন। পরের দিনে স্বামী-স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করা হলে তাদের দু জনেরই দেহে করোনা ধরা পড়ে।
এরপর থেকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের চিকিৎসা সহ খাবারের জন্য এমপি এনামুল হকের ব্যক্তিগত তহবিল হতে রবিবার সকালে প্রেস সচিব জিল্লুর রহমানের মাধ্যমে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানীর মাধ্যমে করোনায় আক্রান্ত আক্কাস আলী এবং সাবিনার নিকট নগদ অর্থ পৌঁছে দেয়া হয়।