• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
সালথায় শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরন

 

ফরিদপুরের সালথায় রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ।

জেলা পুলিশের উদ্যেগে সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে সালথা থানা চত্তরে আগত শীতার্ত ও সালথা বাজারের পাশে কাউলিকান্দা বেদে পল্লী ও উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশে অবস্থানরত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা।

এসময় সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মোঃ রফিক মোল্যা সহ সালথা থানা অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, গত কয়েকদিন শীতের প্রকোপ বেড়েছে। ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম বার এর দিক-নির্দেশনা অনুযায়ী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা শহর সহ ৯টি থানার বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।