মোঃ রমজান সিকদার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১৭/৯/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা থানার নবাগত ওসি মোকসেদুর রহমান বলেছেন, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ এবং দালালমুক্ত থানা গড়তে আমার দৃঢ় প্রত্যয় চলমান থাকবে। সকল শ্রেণী পেশার লোকজন, সংবাদ কর্মী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আমার লক্ষ্য বাস্তবায়ন করব। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা থানা কার্যালয়ে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংবাদকর্মীরা ভাঙ্গা উপজেলার নানা সমস্যা তুলে ধরেন। এসময় নবাগত ওসি ধৈর্যের সাথে সকল সাংবাদিকের মতামত গ্রহণ করেন । তিনি সমস্যা গুলোর মধ্যে জরুরি সমস্যা গুলো বাস্তবায়নের জন্য আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন, ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের সাংবাদিক আব্দুল মান্নান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক অজয় দাস, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক দিলীপ দাস, দেলকাল পত্রিকার সাংবাদিক সারোয়ার মাস্টার, বাঙালি সময় পত্রিকার সাংবাদিক জাকির মুন্সি, সময়ের আলো পত্রিকার সাংবাদিক রফিকুল মুন্সী, খবরপত্র পত্রিকা সাংবাদিক সৈয়দ নবাবজাদা, সিএনএন বাংলার সাংবাদিক শাহাদাত হোসেন, তালাশ টাইম পত্রিকার সাংবাদিক রিপন শেখ ও সাংবাদিক আয়নাল শেখ প্রমুখ।