• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল আবারও বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। আজ সকাল সাড়ে ৯টায় ফেরি বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২৮ কিলোমিটার দীর্ঘ নতুন চ্যানেলে চালু হয়। এরপর ২দিন একটি করে ফেরি পারাপার করে।

পালের চর চ্যানেল দীর্ঘ পথে স্রোত বেড়েছে, এই পথে ফেরি চলাচল সম্ভব নয়। আর ফেরির সহজ চ্যানেলে এখনও ড্রেজিং সম্পন্ন হয়নি। তাই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

ফেরি বন্ধ হওয়ায় দুর্ভোগ পড়েছেন পারাপারের জন্য অপেক্ষায় থাকা হাজার হাজার মানুষ। লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে। এদিকে স্বাস্থবিধির বালাই না রেখে গাদাগাদি করেই তারা পরা হচ্ছেন।

এদিকে নাব্য সংকটে পাটুরিয়ার ৫নং ঘাট বন্ধ। ফলে বিকল্প রোড হিসাবে এ নৌরুট ব্যবহার করছেন মানুষ। ঘাটে যানবাহনের সারি দীর্ঘ থেকে সারি হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।