সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকাল ৪টায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।
সভায় বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।