তেতুলিয়া মান্নান মোল্লার বাড়িতে জাকের পার্টির জলসা অনুষ্ঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিতঃ 4 বছর আগে
387 বার দেখা হয়েছে
০
ছবি- বৈশাখ নিউজ. কম
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী কেবলাজান হুজুরের উত্তসুরী, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা জাকের পার্টির আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাতে কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে মরহুম আব্দুল মান্নান মোল্যার বাড়িতে এ ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।
জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে আজিমুশ্বান ইসলামী জলসায় ওয়াজ করেন হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, মাওলানা রইছ উদ্দিন মনির, মাওলানা আমান উল্লাহ আমানসহ অন্যান্য ওলামায়ে-কেরামগণ।
এ সময় আশেকান, জাকেরান সহ হাজারো ধর্মপ্রান মোমিন মুসলমান ও জাকের পার্টির নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল শেষে মুসলিম উম্মাহের জন্য মোনাজাত করা হয়।