সুমন ভূইয়া সাভারঃ করোনা ভাইরাসের কারনে দেশে লকডাউন চলছে। সরকার বাসার বাহিরে থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু একদল উদ্যমী তরুণ তরুণী মিলে ছুটে চলেছে সাভারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাদের পরনে রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লোগো সম্বলিত লাল জ্যাকেট।
যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের সকল আর সি ওয়াই কখনো হাসপাতাল, মসজিদ, মন্দির সহ উল্লেখযোগ্য স্থানগুলোতে জীবাণুনাসক কীটনাশক স্প্রে করে, কখনো ক্ষুধার্থ ও ছিন্নমূল মানুষের পাশে খাবার সামগ্রী নিয়ে, কখনো বৃদ্ধাশ্রমে বৃদ্ধা মা-বাবার সেবায়, কখনো করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, কখনো বাংলাদেশ সরকারের জরুরি ত্রানকার্যে, কখনো সমাজের বিত্তশালী ব্যক্তিদের ত্রান ও ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব কর্মকান্ডে তাদের অবাধ বিচরণ পরিলক্ষিত হয়।
এভাবেই পুরো সাভার উপজেলা জুড়ে আর্তমানবতার কাজ করে যাচ্ছে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল।
এব্যাপারে, যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের আহ্বায়ক মোঃ শাহীন আলম স্বাধীন জানান, বতর্মানে এই সংকটময় দূর্যোগকালীন সময়ে সব ধরনের কাজ করে যাচ্ছি আমরা। সব সময় একনিষ্ঠভাবে মানুষের পাশে সুখে দুঃখে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের প্রতিটি সদস্য।
তিনি আরও জানান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব কর্তৃক পবিত্র মাহে রমজানের মাস ব্যাপী ইফতার বিতরন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সারাদেশে থাকা প্রতিটি ইউনিটের মতো যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল ও সাভারে বসবাসরত মানুষের জন্য নিজেদের সামর্থ অনুযায়ী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।