• ঢাকা
  • সোমবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
মানিকছড়িতে ৮ বছরের শিশুকন্যা ধর্ষণ: আটক-১

জেলার মানিকছড়িতে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের দায়ে মো. নয়ন হোসেন নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশে।

বৃহস্প্রতিবার (১৭ নভেম্বর) উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড গোরখানা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোরখানার এলাকার শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার ২য় শ্রেণীর ছাত্রী(৮) এর বাড়িতে একা পেয়ে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় একই এলাকার জনৈক আবদুস ছালামের বড় ছেলে মো. নয়ন হোসেন (১৬) ধর্ষণ করেন।

এ সময় শিশু কন্যার আত্মচিৎকারে আস-পাশের লোকজন এগিয়ে এসে নয়নকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে অসুস্থ কন্যা শিশুটিকে হাসপাতালে নেয়া হলে প্রাথমিকভাবে নার্স দ্বারা চেকআপে ধর্ষণের আলামত থাকায় শিশু কন্যাটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে পাঠায় চিকিৎসকরা। এঘটনায় শিশু কন্যার পিতা মো. ফজর আলী বাদী হয়ে মামলা করেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।