নিরঞ্জন মিত্র (নিরু) 🙁 ফরিদপুর জেলা প্রতিনিধি) বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ফরিদপুর জেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। ১৭ মার্চ বুধবার সকালে আদালত প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ফরিদপুর জেলা শাখার সভাপতি ও জেলা জজ কোর্টের নাজির প্রণব কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর নাজির শেখ মশিউর রহমান, সহ-সভাপতি মো: সাইদুর রহমান, বেঞ্চ সহকারী মো: আওলাদ আলী মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক মো: তোফায়েল শরীফ ও
মো: মেহেদী হাসান, দপ্তর সম্পাদক রাজিবুল হাসান মামুন, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পল্লব চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী প্রমূখ। এসময় কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।