• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় প্রাথমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কর্মকর্তা ও শিক্ষক হলেন যারা

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি

‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদানে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক (পুরুষ ও মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ ও মহিলা) ও শ্রেষ্ঠ কাব শিক্ষকের নাম ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াছমীন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্টদের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, মঙ্গলবার সকালে (১৭সেপ্টেম্বর ২০২৪) উপজেলার শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন আবু বকর সিদ্দিক। এছাড়াও উপজেলার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছেন আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর ইসলাম মিয়া , শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) চান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা রানী সরকার ।

অপরদিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা , শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা বেগম এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনজিৎ কুন্ডু।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটির তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিতরা জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা জেলা পর্যায়ে নির্বাচিত হলে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।