মায়ের পেট থেকে বেরিয়েই চিকিৎসকের সার্জিক্যাল মাস্ক ধরে টান দিয়েছে এক নবজাতক। পুরনো এই ছবিটা নতুন করে ভাইরাল হয়েছে।
করোনাভাইরাসের আতঙ্কে থাকা মানুষজন এই ছবি নিয়ে আশা দেখছে। করোনা পূর্ববতী অবস্থায় ফিরে যাওয়ার ইচ্ছা গোটা বিশ্বের মানুষের। যে সময়ে বাড়ির বাইরে পা দেওয়ার সময় এত হিসেব করতে হতো না। ছিল না এতো আতঙ্ক।
ছবিটি যেন সেই সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে নেটিজেনদের এবং আশার আলো দেখাচ্ছে, আবার সুস্থ হয়ে উঠবে পৃথিবী। যখন মাস্ক আর বাধ্যতামূলক থাকবে না।
সম্প্রতি ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন দুবাইয়ের একজন গাইনোকোলজিস্ট সামের চিয়াব। তিনি লিখেছেন, আমরা সবাই চাই এই মাস্কটা খুলতে ফেলতে। কেবল একটি মাত্র ইঙ্গিতের প্রয়োজন।
সেই পোস্টটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। শেয়ার করে একজন লিখেছেন, এটাই ২০২০ সালের ছবি। আরেকজন লিখেছেন, এই সময়টা আবার ফিরবে। যেদিন আর মাস্ক পরতে হবে না।