• ঢাকা
  • বুধবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত

নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ব্যাপক জাক-জমক ও উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।

দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে (১৮ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জন্মদিন উপলক্ষে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এরপরে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর নেতৃত্বে, এসময় র‌্যালীতে অংশ নেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল,

এলজিইডি নির্বাহী প্রকৌশলী কে. এম. ফারুক হোসেন, সহকারী প্রকৌশলী চিন্ময় প্রামানিক, জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির, সদস্য সচিব মোঃ ইমান আলী মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, স্বাধীনতা চিকিৎসক এম.এ. জলিল, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ শেখ রাসেল এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসিন সংস্থার নির্বাহী পরিচালক নারী নেত্রী আসমা আক্তার মুক্তা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।