ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, মনোযোগ সহকারে কাজ করলে অল্প সময়ে ব্যাপক কাজ সম্পন্ন করা যায়। নিজে যেকাজ ভাল পারেন, অন্যকে সেটা শেখানো যায়।
জেলা প্রশাসক আজ ১৮ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ রবিবার বার্ষিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ই নথি ও বেসিক কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অতুল সরকার বলেন, আমাদের সবাইকে ভাল কাজ করতে হবে। ভাল কাজে সকলকে সম্পৃক্ত করতে হবে। কাজের ক্ষেত্রে শব্দচয়ন, বাক্য গঠনে খেয়াল রাখতে হবে।
শহীদ এম. আব্দুল আলী আইসিটি ল্যাবে সকাল ৯ টায় প্রশিক্ষণ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান। ২ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপ্ত হবে আগামীকাল ১৯ অক্টোবর। প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। এতে কার্যালয়ের ৩০ জন কর্মি প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রশিক্ষণের সমন্বয় করছেন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ ওহাব শেখ।