• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
আশুলিয়ায় হত্যার তথ্য ফোনে দিলো হত্যাকারী

সাভারের আশুলিয়ায় রত্না আক্তার (২১) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার একটি বাড়ির কক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রত্না আক্তার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হলুদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা। আশুলিয়ার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানান, নিহতের স্বজনরা থানায় খবর দিলে তারা ঘটনা স্থলে এসে কক্ষের তালা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মূলত হত্যাকান্ডের ঘটনাটি গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাতে ঘটেছে। হত্যাকারী নিজেই রত্নার আপন ভাইকে ফোনে জানায়, সে রত্নাকে হত্যা করে ফেলে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে তদন্তের স্বার্থে কথিত ভাইয়ের তথ্য দিতে অপারগত জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।