ধর্মছেলেকে মারধর করার কারণে মায়ের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি ঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় কুসুমদী মহল্লার নজীর শেখের ছেলে রিপন নামে এক ধর্মছেলেকে মারধর করাসহ জীরনের নিরাপত্তা চেয়ে গত ১৭ এপ্রিল শুক্রবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে অসহায় একটি পরিবার।
উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকামারগ্রামের রবিউল আলমের স্ত্রী চায়না বেগম এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আমার স্বামী জাহাজে চাকুরী করতেন , এখন তিনি অসুস্থ্য থাকায় আমার বড় মেয়ে এবং ধর্মছেলে সংসারের যাবতীয় কাজ করে। এলাকার কিছু বখাটে ছেলেরা আমার পরিবারের মানসম্মান ক্ষুন্নকরার জন্য পায়তারা করছে। গত ১২ এপ্রিল সন্ধা ৭টায় আমার ধর্ম ছেলে রিপন আমাদের বাড়িতে আসলে একই গ্রামের মাজেদ তালুকদারের ছেলে তবিবার তালুকদারের নেতৃত্বে ৮/১০জন লাঠিশোটা নিয়ে হামলা চালায়। হামলায় রিপন গুরুত্ব আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আমি থানায় মামলা করলে বখাটেরা আরো ক্ষিপ্তহয়ে আমার ক্ষতি করার জন্য পায়তারা করছে।গত বুধবার রাতে আমাদের মারার জন্য ঘরে লাগানো বিদ্যুতের মিটারের তার কেটে টিনে লাগিয়ে চলে যায। পরে আমরা সকালে বিদ্যুৎতে সট খেলে বুঝতে পারি এ ঘটঁনা ঘটেছে। বিষয়টি থানায় জানাই। এমন কি তারা আমার মেয়ের বিষয় বিভিন্ন প্রকার খারাপ মন্তব্য করে এলাকায় প্রচার করছে। এতে আমার পরিবারের মানসম্মান ক্ষুন্ন হচ্ছে। আমার মেয়ের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে আজেবাজে পোস্ট করছে। এখন আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।