এই ওষুধে এক সপ্তাহে করোনা রোগী সুস্থ!
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষামুলকভাবে জিলিড সায়েন্সের রেমিডিসিভির ওষুধ প্রয়োগে আশাব্যঞ্জক ফল পাওয়ার দাবি করেছেন এক বিশেষজ্ঞ। এই ওষুধটি ব্যবহারের পর আক্রান্তদের অনেকেই কয়েক দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগের ব্যাপারে ওই বিশেষজ্ঞ সঙ্গে ভিডিও কনফারেন্সে স্ট্যাট নিউজকে এ তথ্য জানিয়েছেন।
ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া রোগীদের প্রত্যেকের শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও জ্বর ছিল। তবে এই ওষুধ ব্যবহারে তারা এক সপ্তাহের কম সময়েরও মধ্যে তারা সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে নেতৃত্বদানকারী ইউনিভার্সিটি অব শিকাগোর সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ক্যাথলিন মুলান বলেন, ‘সবচেয়ে ভালো খবর হচ্ছে আমাদের অধিকাংশ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’
অবশ্য ইউনিভার্সিটি অব শিকাকো মুলানের এই মন্তব্যের ব্যাপারে জানিয়েছে, এটি কেবল আংশিক তথ্য।
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি বলেছে, ‘চলমান ক্লিনিক্যাল ট্রায়ালের আংশিক তথ্য সংজ্ঞাগতভাবে অসম্পূর্ণ এবং কখনোই নিরাপত্তা অথবা সম্ভাব্য চিকিৎসার জন্য কার্যক্ষমতা প্রমাণের জন্য পর্যবেক্ষণে আছে এমন বিষয়ে উপসংহার টানা উচিৎ নয়। এ ঘটনায় গবেষক সহকর্মীদের নিজস্ব ফোরামে বিনাঅনুমতিতে সংশ্লিষ্ট গবেষণার অগ্রগতির তথ্য প্রকাশ করা হয়েছে। এই পর্যায়ে উপসংহার টানা অকালীন ও বৈজ্ঞানিকভাবে ক্রটিপূর্ণ।’