• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
WE CARE এর উদ্যোগে মাথা গোজার ঠাই পেলেন বিধবা ঝর্না বেগম

মাহবুব পিয়াল ,১৮ সেপ্টেম্বর,ফরিদপুর প্রতিনিধি ।। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটেক খালপাড়ডাঙ্গী গ্রামের মৃতঃ মোসলেম খার বিধবা স্ত্রী ঝর্ণা বেগম তার এক ছেলে দুই মেয়ে নিয়ে খুব অভাব অনটনের মধ্যে দিয়ে সংসার চালাচ্ছিলেন।তার উপর তিনি যে জীর্ণশীর্ণ ঘড়টাতে বসবাস করতেন তাতে একটু বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি জমে যেত।এ খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন WE CARE এর টিম পৌছে যায় ঝর্ণা বেগম এর বাড়িতে।এবং একটি নতুন ঘর উত্তোলনের কাজ শুরু করেন।১৫দিন পরে ঘরটি সম্পুর্ণ হয় ।গতকাল শুক্রবার বিকেলে WE CARE এর এর সমন্বয়ক সঞ্জয় সাহা বিধবা ঝর্ণা বেগম এর কাছে ঘরটি হস্থান্তর করেন। এসময় ঝর্ণা বেগম ও তার তার স্কুল পড়ুয়া দুই মেয়ে ও এক ছেলে WE CARE এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।ঝর্ণা বেগম বলেন এখন ছেলে মেয়ে নিয়ে শান্তিতে ঘুমাতে পারবো ।ছেলে মেয়ে ঘড়ে বসে শান্তিতে লেখা পড়া করতে পারবে। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন WE CARE ফরিদপুরে নানাবিধ মানবিক কাজ পরিচালনা করে আসছে।দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন WE CARE এর প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভুত কানাডা প্রবাসী ফরিদপুরের কৃতি সন্তান রোকেয়া পারভিন, শাহিন হায়দার ও তাঁদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং দেশে বসবাসকারী রেজাউল হায়দার, মৃত্তিকা নাগ, ইমানুল বাসার ইমন, সুজিৎ কর, শেখ আনিছ প্রদিপ রায়, লায়ন’স ক্লাব ফরিদপুরসহ সকলের সার্বিক সহযোগীতায় স্বেচ্ছাসেবী সংগঠন WE CARE মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।