ফরিদপুরের মধুখালিতে এক ব্যক্তির আত্মহত্যা
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দী গ্রামের কাইয়ুম মোল্লা (৫৪), পিতা- মৃত. আব্দুল ওহাব পারিবারিক বিষয়াদি নিয়ে অভিমান করে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে তিনি রাত সাড়ে বারোটা থেকে সকাল সাতটার মধ্যে যেকোনো সময় গলা রশি দিয়ে আত্মহত্যা করেন।
পরবর্তীতে থানায় সংবাদ দিলে জরুরী ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই অজয় বালা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে মৃতর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।