• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
কৃষ্ণনগরে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার ৮নং কৃষ্ণ নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর কৃষ্ণ নগর গ্রামের উত্তর পাড়া এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। একই এলাকার মো বদরউদ্দিন শেখ ও তার ছেলে মো: রফিকুল ইসলাম রাতের আধারে এই গাছ কেটে নিয়ে যায়।

স্থানীয় অভিযোগ সুত্রে সরেজমিন এ গিয়ে দেখা যায়, কানাইপুর টু সদরদী সড়কে বন বিভাগের আওতাধীন রাস্তায় রোপন করা মেহগনি গাছ সরকারি নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে উক্ত ব্যাক্তিদ্বয় গাছ কেটে নিয়ে যায়।

এছাড়াও পুর্বেও এই মো বদরউদ্দিন শেখ ও তার ছেলে মো: রফিকুল ইসলাম মাঝে মধ্যেই সরকারি গাছ গুলো কেটে নিয়ে গেছে। যেখানে সরকার প্রতিনিয়ত বৃক্ষরোপনের উপর জোর দিয়ে যাচ্ছে, সেখানে এই অবাধে গাছ কর্তন করা হলে পরিবেশ এর উপর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে জানান, স্থানীয় সচেতন মহল।

এলাকার স্থানীয়রা এই অবৈধ ভাবে গাছ কাটতে বাধা দিলে উক্ত ব্যাক্তিদ্বয় তাদের জমি থেকে গাছ কাটছে বলে জানায়। এমনকি এ ব্যাপারে যদি কেউ কথা বলে তাহলেই মারধোরসহ বিভিন্ন নির্যাতনের হুমকি প্রদান করে তারা।

উক্ত অভিযোগের ব্যাপারে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা কামাল মোস্ত এর সাথে কথা হলে তিনি বলেন, গাছ কাটার ব্যাপারে শুনেছি, তবে প্রাথমিক ভাবে কোন গাছ কাটার অনুমতি দেয়নি।

সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উক্ত অভিযোগের ব্যাপারে ফরিদপুর বনবিভাগের সাথে কথা হলে জানা যায়, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার বিষয়ে এই প্রতিবেদক অভিযুক্ত মো: রফিকুল ইসলামকে জিজ্ঞেস করলে, তিনি বলেন আমাদের এই গাছ গুলো কাটতে প্রশাসনের কোন অনুমতির প্রয়োজন হয়না।

তাই দ্রত রাস্তার এই সরকারি গাছ গুলো রক্ষা করতে ও অভিযুক্ত মো বদরউদ্দিন শেখ ও তার ছেলে মো: রফিকুল ইসলাম এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।