কবির হোসেন,,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আমরা এমন একটি দেশ গড়তে চাই,আমাদের
দেশে কোন বৈষম্য থাকবে না এমনটায় মন্তব্য করেছেন জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের রাসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান জামাতনেতা অধ্যাপক ড.মুহাম্মদ ইলিয়াস মোল্যা।তিনি বলেন, ‘দেশকে একটি সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। এদেশে কোনও চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ থাকবে না। সব ধর্মবর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। এর মাধ্যমে একটি কল্যাণমুখী দেশ হবে।
শুক্রবার (১ ৭ জানুয়ারি )সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর বাজারে ইউনিয়ন জামাতের কার্যালয়ে জামাত কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলফাডাঙ্গা সদর ইউনিয়ন জামাতের সভাপতি শাহাদত হোসেন খোকন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জামায়েতে ইসলাম ফরিদপুর জেলা শাখার কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী।
আলফাডাঙ্গা সদর ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চলালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,আলফাডাঙ্গা উপজেলা শাখার জামায়েতে ইসলামী আমির মাওলানা মোহাম্মদ কামাল হোসাইন, উপজেলা জামায়েতে ইসলামী সেক্রেটারী এস.এম হাফিজুর রহমান, জামায়েতে ইসলামী
উপজেলা যুব বিভাগের প্রচার সম্পাদক মাওলানা মারুফ শেখ প্রমুখসহ অনেকে।
কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ ১৭ জানুয়ারি ২০২৫