আলফাডাঙ্গায় গ্রামীণ টাওয়ারে মালামাল চুরির সময় হাতেনাতে আটক ২
আলমগীর কবির,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামীণ ফোনের টাওয়ারের মালামাল চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার দলিল রেজিস্ট্রার অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ফোনের টাওয়ার থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, টাওয়ারে ডোর এলার্ম সিকিউরিটি সিস্টেম চালু থাকায় রাত আনুমানিক ১১.৪৫ টার সময় টাওয়ার কক্ষের তালা কেটে ব্যাটারী চুরি করার সময় সার্ভারে কর্মরত ঢালী কনস্ট্রাকশন লিমিটেডের ইঞ্জিনিয়ার মো. খায়রুল ইসলামের মোবাইলে ডোর এলার্ম সিকিউরিটি থেকে একটি মেসেজ যায়। পরে টাওয়ারের নিকট পরিচিত নওশের নামে এক ব্যাক্তিকে ফোন করলে সঙ্গে সঙ্গে টাওয়ারের নিকট গেলে ভিতরে মানুষের শব্দ শুনতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হাতেনাতে দুই চোরকে আটক করে।
আটককৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মাচ্চর কোমরপুর গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে নাহিদ মোল্যা ও জেলার নগরকান্দা উপজেলার বানেশ্বরদী গ্রামের মৃত রশিদ শেখের ছেলে ইব্রাহীম শেখ।
পরবর্তীতে আটককৃতদের তথ্য মতে, তাদের সাথে আরো ৩ জন ছিলেন। তারা হলেন- লিটন পাঠান, আশিক ও আসাদ সহ আরো অজ্ঞাত ৫/৬ জনের যোগসাজশে চুরির ঘটনাটি ঘটায়।