এক টাকা কেজিতে সবজি বিতরণ তাহিরপুরের আবুল বাশারের!
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুরে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ২০০ পরিবারের মাঝে ৫০০ কেজি কাঁচা সবজি ১ টাকা কেজি দামে বিতরণ করেছেন উপজেলার কামড়াবন্দ গ্রামের ইমন বেকারীর সত্ত্বাধীকারী ব্যবসায়ী মোঃ আবুল বাসার।
শনিবার সকাল ৮ ঘটিকায় বাদাঘাট বাজারস্থ সুনামগঞ্জ রোডে উনার ব্যবসা প্রতিষ্ঠান ইমন বেকারির সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে টমেটো, বেগুন, পটল, কাঁচামরিচ, ঝিংগা, চাল কুমড়া সহ সকল ধরনের কাঁচা সবজি ১ টাকা কেজি দামে ২০০ পরিবারের মাঝে বিতরণ করেন তিনি।
কামড়াবন্দ গ্রামের ইমন বেকারীর স্বত্তাধিকারী মোঃ আবুল বাসার বলেন, দেশের এই সঙ্কটময় সময়ে এলাকার অস্বচ্ছল পরিবারের পাঁশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, এর আগেও আমি আমার সাধ্যমত নিজ গ্রাম কামড়াবন্দের হত দরিদ্র ৫১ টা পরিবারের মাঝে চাল,ডাল, তেল, সাবান সহ কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি, পর্যায়ক্রমে আরো কিছু পরিবারে মাঝে খাদ্য সামগ্রী দেয়ার চেষ্টা করবো।