• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ‘নৌকা বাইচ’ প্রতিযোগিতা

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ

নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর পশ্চিমপাড়া গ্রামে দিগন্ত বিস্তৃত বিলে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

থৈ থৈ জলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে ধলাইরচর বিলের শান্ত জলের ঢেউকে। আর সেই তালে তাল মেলাতে নৌকা বাইচ দেখতে বিশাল বিস্তৃত বিলের বুকে নামে হাজারো দর্শনার্থীর ঢল। এ নৌকা বাইচকে কেন্দ্র করে গ্রাম্য মেলাও বসে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৮টি নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতায় ১৯ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেন, মো. সাকায়েত হোসেন, ১৭ পয়েন্ট পেয়ে মো. ইবাদত দ্বিতীয় ও ১২ পয়েন্ট পেয়ে মো. আক্কাচ তৃতীয় স্থান অধিকার করেন।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সম্পাদক ও আসন্ন ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আশিকুর রহমান (হৃদয় আশিক)। বিশাল এক গাড়ি বহর যোগে অনুষ্ঠানে অংশ নেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম, ইউপি সদস্য রাজ্জাক মোল্যা, সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, বিশিষ্ট সমাজসেবক জহুর শেখ, খলিল তালুকদার, শহীদ মোল্যা, মামুন মিয়া, জাকির হোসেন, মনি কৃষ্ণ মন্ডল, খাজা মৃধা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এম এম ওসামা বিন কানন ও যুবলীগ নেতা এরশাদ মুন্সি। বাইচ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।