ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মো. আব্দুর রহমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। সোমবার দুপুরে উপজেলার চতুল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, গুড়া দুধসহ এসব খাদ্য সামগ্রী তাঁর পক্ষে তুলে দেন স্হানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান দাউদ, এম এম শাফিউল্লাহ সাফি, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, ওবায়দুর রহমান মৃধা, গোপাল সাহা, ইমরুল চৌধরী, রুবেল সিকদার, হাসান সিকদার, ওহিদুর রহমান মেম্বার, তারেক মোঃ আব্দুল্লাহ, লোটাস সিকদার, প্রদীপ ঘোষ, সদস্য অহিদুল প্রমুখ। এছাড়াও জেলা ছাত্রলীগের সদস্য সোহরাব হোসেন, ছাত্রলীগ নেতা তমাল, আমিনুর ফাহিম, মেহেদী রাজিব, সোহান প্রমুখ।