বকশীগঞ্জে রিকশা,ভ্যান চালকদের মাঝে ব্যারিস্টার ছামির সাত্তারের নগদ অর্থ বিতরণ
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অটো রিকশা,ভ্যান চালক , সিএনজি চালক ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে সোমবার নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সুুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তারের ব্যক্তিগত তহবিল থেকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ৩৬০ জনকে এক হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়, নিলক্ষিয়া ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় , পাখি মারা গ্রাম , দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ব্যারিস্টার ছামির সাত্তারের পক্ষে নগদ অর্থ বিতরণকালে ব্যবসায়ী খোকন আকন্দ, ছাইদুর ধুমালী, মির্জা সোহেল, সাখাওয়াত হোসেন, সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ বাবু, জিসান হাবিব উপস্হিত ছিল।