মানিক কুমার দাস,ফরিদপুর
ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মোর্শেদ আলমের এক মত বিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১:৩০ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন ফরিদপুরে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক। আর তাই তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি তার কর্মজীবনের বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন আপনারা সমাজের দর্পণ আপনারা আপনাদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন তুলে ধরেন। এ জেলার সমস্ত বিষয় আপনাদের জানা।
তিনি সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেন।
তিনি সমাজের বিভিন্ন সমস্যা যেমন চুরি ডাকাতি, ছিনতাই , মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে তার কর্ম পন্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ।
তিনি বলেন আমি যতদিন ফরিদপুর থাকব ফরিদপুরের কোন মানুষ যাতে আইডি সহায়তা থেকে বঞ্চিত না হয়। সে ব্যাপারে কাজ করব। তিনি সমাজের অসংগতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং একই সাথে এ ব্যাপারে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন সবার সম্মলিত প্রচেষ্টা মাধ্যমে ফরিদপুর জেলাকে অনুকরণীয় হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণ যাতে ভালো ভাবে বাস করতে পারে এবং পুলিশ ও জনগণ যাতে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।
এছাড়া ফরিদপুর জেলা আশেপাশে থানাগুলো যাতে জনবান্ধব হয়ে কাজ করতে পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান টিআই তুহিন লস্কর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।