ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (করোনা ডেডিকেটেড হাসপাতাল) আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দাড়ালো ২১।
বুধবার দিবাগত রাত ১০টায় এবং রাত ১.৩০মিনিটে এই দুই রোগীর মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজের আইসিইউ ইউনিটে দায়িত্বে থাকা চিকিৎসক অনন্ত কুমার জানান, বুধবার দিবাগত রাত ১০টায় সময় আমিনুর রহমান (৪২) নামের এক রোগীর মৃত্যু হয়। তিনি শ্বাস কষ্ট জর্নিত সমস্যা নিয়ে বুধবার ভর্তি হয়। তার বাড়ী মাগুড়া জেলার মোহাম্মদপুর উপজেলার দিনাজপুর গ্রামে। তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ থাকায় নমূনা সংগ্রহ করা হয়েছে।
একই দিন রাত ১.৩০ মিনিটে করোনা পজিটিভ রোগী রাকিব সিকদার (৮০) এই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ী ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর গ্রামে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুর রহমান জানান, ফমেকের আইসিইউ ইউনিটে মৃত্যু দুই ব্যক্তি মরদেহ স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, জেলায় এ পর্যন্ত ১০৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই কারনে ভাঙ্গা পৌর এলাকা ও চুমুরদিয়া গ্রামকে লকডাউন করা হয়েছে। এছাড়াও জেলার বোয়ালমারী পৌর এলাকার তিনটি ওয়ার্ড রেড জোন ঘোষনা করা হয়েছে । দ্রুত সময়ের মধ্যে এই এলাকাকে লকডাউন করা হবে, সেই প্রস্তুতি চলছে।