সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে শেখ রাসেলের ছবিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহাবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সহীদুল ইসলাম, সদরপুর থানার ওসি তদন্ত মোঃ আনিসুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রচনা, চিত্রঅঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। চিত্রঅঙ্কন প্রতিযোগিতায় এক প্রতিবন্ধী শিশু বিজয়ী হিসেবে পুরুষ্কার লাভ করে।