সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের বোয়ালমারীতে অসহায়, কর্মহীন, দিনমজুর ও ক্ষেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত বোয়ালমারী উপজেলার ডাকবাংলোর সামনে ৩৫০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়। খাদ্য দ্রব্যর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেয়াজ।
এ সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক বলেন, এই সরকারের আমলে কোন পরিবার না খেয়ে মরবে না, তাই প্রাথমিক পর্যায়ে ৩৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্য দ্রব্য তুলে দিতে পেরেছি। প্রয়োজনে এ ধরনের সহযোগীতা থেকে চলমান থাকবে। এ সময় তিনি সমাজের ভিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলার ভাইস চেয়াম্যান রেখা পারভীন,বোয়ালমারী পৌর ৮ নং ওয়ার্ডের সভাপতি আবদুর রশিদ সেখ,বোয়ালমারী ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মধুখালি মহিলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক রাধারাণী ভৌমিক,
পৌরসভার যুবলীগ সাবেক আহবায়ক, মো: মাসুদুর রহমান মাসুদ, মধুখালি কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ আদর আলী,বোয়ালমারী পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ডেন্টিষ্ট কাজী সেলিমুজ্জামান,বোয়ালমারী পৌর সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক পলাশ মিয়া প্রমুখ।