• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
গলাচিপায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও হোম কোয়ারেন্টাইন না মানায় ০৪ জনকে অর্থদন্ড।

গলাচিপায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও হোম কোয়ারেন্টাইন না মানায় ০৪ জনকে অর্থদন্ড।

র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন এবং জেলা পুলিশ পটুয়াখালীর যৌথ উদ্যোগে অদ্য ১৮/০৪/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকা হতে বিকাল আনুমানিক ০৩.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, হোম কোয়ারেন্টাইন না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে কাপড়ের দোকানদার রনজিত শাহা (৪৫), পিতা- অনিল শাহা, সাং-থানা রোড়, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালীকে ১,০০০/- টাকা, আজাদ মেশিনারী ষ্টোর এর দোকানদার মোঃ আঃ সালাম (৪০), পিতা- মৃত হাজী ইসলাম, সাং-১নং নতুন বাজার ওয়াবদা রোড , থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালীকে ১,০০০/- টাকা, চায়ের দোকানদার মোঃ হানিফ (৩৫), পিতা-মোঃ আরশেদ আলী, সাং- পোষ্ট অফিস চত্তর, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখলীকে ৩০০/- টাকা, ফলের দোকানদার মোঃ ফরিদ খাঁন (৩৬), পিতা- চাঁন মিয়া, সাং- থানা রোড, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালীকে ৫০০/- টাকা সহ সর্বমোট ২,৮০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।