ফরিদপুরের ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি মসজিদের ইমাম ও বাজারে এবং খাদ্য গুদামে কর্মরত দরিদ্রদের মাঝে নগত অর্থ বিতরন করেছেন। সোমবার সকালে উপজেলা খাদ্য গুদামে কর্মরত এবং ভাঙ্গা দক্ষিনপাড় বাসষ্ট্যান্ডে কর্মরত ৩৮ জনকে নগত অর্থ প্রদান করেন। এর আগে ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গনে উপজেলার ৮৫ জন ইমামকে নগত অর্থ প্রদান করেন। নগত অর্থ প্রদান কালে আলহাজ্ব আবু জাফর মুন্সি বলেন, করোনা ভাইরাসের কারনে বিশ্ব যখন অর্থনীতিতে চরমভাবে ক্ষতিগ্রস্হ্য তখন নিম্ম আয়ের মানুষ খুবই বিপদগ্রস্হ্য। তাদের অর্থনৈতিক কথা বিবেচনা করেই নগত অর্থ প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে।
উল্লেখ্য আলহাজ্ব আবু জাফর মুন্সি ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের আস্হাভাজন একজন কর্মী।