সদরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি ভাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ সামগ্রী দেওয়া হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়নের ২৯০জন কৃষকের মাঝে ডিএমপি ১০কেজি, এমওপি সার ৫কেজি ও মাশকালাই বীজ ৫কেজি করে বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিটুল রায়,ইউপি চেয়ারম্যান গোলাম কাউসার, মোঃ আসলাম বেপারীসহ অন্যান্যরা।
মোঃ নুরুল ইসলাম
সদরপুর,ফরিদপুর