চেয়ারম্যান সোহরাব ভুইয়ার ইন্তেকালে এমপি নিক্সন চৌধুরীর শোক প্রকাশ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী (মেসার্স সুইট টেডার্স) সোহারাব ভুইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজেউন)। রোববার দিবাগত রাত দেড়টায় নিজ বাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগিতেছিলেন। কয়েকদিন আগে ভারত থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন সে। তার মৃত্যুতে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন শোক প্রকাশ করেছেন। এছাড়াও তার মৃত্যুতে ভাঙ্গা বাজার বনিক সমিতি, ভাঙ্গা প্রেস ক্লাব সহ রাজনৈতিক দলের নেতাগন শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার বাদ জোহর জানাজা শেষে তুজারপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।