নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ”শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে (১৮ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান অফিসের যৌথ আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ, সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, অভিবাসীরা দেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ছাড়াও নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মেধা ও শ্রমের মাধ্যমে তাদের পারিবারিক ও সামাজিক জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান অভিবাসীদের। এতে কষ্টার্জিত আয় আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডারকে সমৃদ্ধ করছে।
তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, অসৎ প্রকৃতির দালালের খপ্পরে পরে প্রলোভিত হয়ে, বিদেশে গমন করবেন না। সরকারের অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে বিদেশ যেতে সকলের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা,
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, মেরিন টেকনোলজির অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, এফডিএ নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, সহকারী কমিশনার তারেক হাসান প্রমূখ।
এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্যাংকার, প্রবাসী নারী পুরুষ কর্মী গণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নারী প্রশিক্ষনার্থীগণ ও মেরিন টেকনোলজির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়।