শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
269 বার দেখা হয়েছে
০
শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশ ও শেখ রাসেল ক্রীড়া চক্র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
রবিবার বিকেলে শহরের পুলিশ লাইন স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার ।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসলেম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুজিবুল হক ফিরোজ, শেখ রাসেল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল হাসান, ব্রাদার্স ইউনিয়নের সম্পাদক প্রণব মুখার্জি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজাদ হোসেন, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলি আজগার মানিক প্রমুখ।
খেলায় পুলিশ লাইন দলের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম , এবং শেখ রাসেল একাদশ দলের পক্ষে ফাইয়াজ একটি করে গোল করেন।
গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করেন রেফারি জহিরুল ইসলাম , হযরত আলী, ও তোফাজ্জল হোসেন।