• ঢাকা
  • সোমবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
সদরপুরে জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষ,আহত-৬

ছবিঃ জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মোতালেব বেপারীর পরিবার।

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আটরশি গ্রামে জমিজমা বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে আটরশি গ্রামের মোতালেব বেপারী ও হৃদয় বেপারী দুইপরিবারের মধ্যে বসতবাড়ির সীমানা ব্যবহার নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

ওই বিরোধের জের ধরে সকালে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় মোতালেব বেপারী ও তার পরিবারের ওপর হৃদয় বেপারী গংরা হামলা চালায়। হামলায় মোতালেব বেপারীসহ, স্ত্রী মর্জিনা বেগম,পুত্র গোলাম কাদের বেপারী, গোলাম জিলানী, প্রতিবন্ধি কন্যা মঞ্জুয়ারা,পুত্রবধু তাছলিমা বেগম রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত অবস্থায় আহতদের সদরপুর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় মোতালেব বেপারী ও তার পুত্রবধু তাছলিমা বেগম কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সদরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎিসক।

এ ব্যাপারে আহত মোতালেব বেপারীর জানান, পূর্ব থেকেই বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার শালিশ বৈঠক হয়েছে। হঠাৎ করেই হৃদয় বেপারীরা মিলে আমাদের পরিবারের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, আমরা সবাই এখন প্রতিপক্ষের মারধরে জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছি।

এ ব্যাপারে ওই এলাকার মাদবর বাহালুল মাতুব্বর জানান, কিছুদিন আগে দু’ক্ষের জমি বিরোধ নিষ্পত্তি করে দিয়েছিলাম। সকালে হঠাৎ মারামারি হয়। মারামারিতে আহত হয়ে দু’পক্ষের লোকজন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে মোতালেব পরিবারের লোকজন বেশী আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।