সুমন ভূঁইয়াঃঃ সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (১৮.০৬.২০২০) আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। এ সময় তিনি সাভারের নামকরা হোটেল, মিষ্টির দোকান ও চাইনিজ রেস্টুরেন্টকে ১২ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯” এর বিভিন্ন ধারায় ১৯ জনকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। পাশাপাশি জনগণকে সচেতন করে মাস্ক বিতরণ করেছেনসাভার বাসস্ট্যান্ডে শুভেচ্ছা হোটেল, রাজভোগ ভিআইপি সুইটস এবং সাভার থানা রোডে ক্যাফে মেট্রো রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
শুভেচ্ছা হোটেলে রান্নাঘর অপরিষ্কার থাকায় ৫ হাজার টাকা, রাজভোগ ভিআইপি সুইটস এ মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ার ৫ হাজার টাকা এবং ক্যাফে মেট্রোতে দুজন স্টাফ যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ২ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।এছাড়া “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮” ও “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯” এর বিভিন্ন ধারায় অপরাধ করায় মোট ১৯টি মামলায় ১৯ জনকে ১৪,০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনগণকে সচেতন করা ও মোবাইল কোর্টে জরিমানা করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।
করোনা ভাইরাস বিস্তারে প্রতিরোধ করাসহ অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সাভার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে সচেতন সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।