মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
এসো সবাই লিখি পড়ি আলোকিত জীবন গড়ি। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় অনুষ্ঠিত হলো আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক কর্মশালা।
উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর সহোযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খাঁন হীরামনি, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক নীলুফার চৌধুরী, এসো জাতি গড়ি (এজাগ) এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, ডিপার নির্বাহী পরিচালক মোহাম্মদ ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমুখ।