• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
সালথা’র সাড়ুক‌দিয়া উচ্চ বিদ্যাল‌য়ের সভাপ‌তির অপসার‌নের দা‌বি‌তে মানববন্ধন

সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন     

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার সাড়ুক‌দিয়া উচ্চ বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি মু‌জিবর রহমা‌নের অপসার‌নের দা‌বি‌তে মানববন্ধন ও প্র‌তিবাদ সভা ক‌রে‌ছে ছাত্র- ছাত্রীর অ‌ভিভাবক ও এলাকাবাসী ।

বুধবার বি‌কে‌লে বিদ্যাল‌য়ের সাম‌নে এ মানববন্ধন ও প্র‌তিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

মানববন্ধ‌নে বক্তরা ব‌লেন, সাড়ুক‌দিয়া উচ্চ বিদ্যাল‌য়ের সভাপ‌তি মুজিবর রহমান দীর্ঘ‌দিন প্র‌তিষ্ঠা‌নের সা‌থে জ‌ড়িত । তার দু‌র্নীতি, অত্যাচার ও স্বেচ্ছাচা‌রিতায় প্র‌তিষ্ঠান‌টি‌কে অ‌তিষ্ঠ ক‌রে তু‌লে‌ছেন । শিক্ষক নির্যাতন তার নিত্য দি‌নের ঘটনা ।

এছাড়া মু‌জিবর রহমান প্র‌তিষ্ঠা‌নের লক্ষ লক্ষ টাকা   আত্মসাৎ ক‌রে যা‌চ্ছেন । দু‌র্নিতীবাজ মু‌জিবর রহমান‌কে না সরা‌নো হ‌লে অনশনসহ ক‌ঠোর কর্মসু‌চি ঘোষনা করা হ‌বে ব‌লে জানান হয় ।

মানববন্ধ‌নে ম্যা‌নে‌জিং ক‌মি‌টির বি‌দ্যোৎসাহী সদস্য ফাগু মাতুব্বর ব‌লেন, ঐ‌তিহ্যবাহী এই শিক্ষা প্র‌তিষ্ঠান‌কে ধ্বং‌সের দি‌কে নি‌য়ে যা‌চ্ছেন দু‌র্নি‌তিবাজ সভাপ‌তি মু‌জিবর রহমান । নি‌য়মিত নি‌য়োগ বা‌ণি‌জ্যের মাধ্য‌মে লক্ষ লক্ষ টাকার মা‌লিক হ‌য়ে‌ছেন তি‌নি । তার অপক‌র্মের কার‌নে জনগ‌ণের তো‌পের মু‌খে ‌তি‌নি এলাকা থে‌কে পা‌লি‌য়ে‌ছেন । তা‌কে প্র‌তিষ্ঠা‌নের স্বা‌র্থে অপসারন কর‌তে হ‌বে । এসময় তারা এব্যাপারে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের দৃষ্টি আর্কষন করেন।

মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন বিদ্যাল‌য়ের সদস্য দে‌লোয়ার হো‌সেন, আওয়া‌মী লীগ নেতা হা‌তেম মোল্ল্যা, রা‌শেদ মাতুব্বর, আমিনুর মাতুব্বর, পিকুল খান, ওয়া‌হিদ মোল্ল্যা ও ছাত্র-ছাত্রীর অভিভাবকসহ এলাকাবা‌সি।

বিদ্যালয়ের সভাপতি মুজিবুর রহমান বলেন, আমি প্রধান শিক্ষককে শোকজ করেছি, তাই ষড়যন্ত্র করে মানববন্ধন করেছে।

এব্যাপারে সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের বলেন, মানববন্ধের কথা শুনেছি, অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যাবস্থা নেওয়া হবে।

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।