• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
নতুন ১০ জনসহ ২২২ আনসার সদস্যের করোনা শনাক্ত

সুমন ভূইয়াঃ দেশে নতুন করে আরও ১০ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীরে মরণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২২২ সদস্য এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ কেড়ে নিয়েছে এক জনের।

সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরও নতুন ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুর পর্যন্ত ঊর্ধ্বতন এক কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সর্বমোট ২২২ জন সদস্য ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে ঢাকায় অক্রান্ত হয়েছেন ১৯৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২৯ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৯১ জন ব্যাটালিয়ন আনসার, ১২৫ জন অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন মহিলা আনসার, একজন নার্সিং সহকারী, একজন সিগন্যাল অপারেটর ও এসজন ভিডিপি সদস্য।

আক্রান্ত সদস্যদের মধ্যে ৭৭ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৯০ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত রয়েছেন। এ ছাড়া বাকিরা সদর দফতর এবং বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।